‘৫০ বছরেও দেশের স্বাধীনতা পায়নি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। সমাবেশে গণ অধিকার পরিষদের আহ্বায়ক অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেন, দেশে একটা শ্রেণি আছে যাদের রাতে টেনশনে ঘুম হয় না। গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে এ দেশের মানুষের মুক্তির জন্য। ‘স্বাধীনতার ৫০ বছরেও দেশের স্বাধীনতা পায়নি’। এ দেশের মানুষের কষ্ট দূর করার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দিতে শিগগিরই সকলকে সাথে নিয়ে জনগণের মুক্তির আন্দোলন গড়ে তোলা হবে।

শুক্রবার (১২ নভেম্বর) এই সমাবেশে তেল-গ্যাস-বাসের বর্ধিত ভাড়া প্রত্যাহারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাস এবং নিম্নআয়ের মানুষের জন্য রেশন ব্যবস্থা চালু করার দাবিও জানিয়েছে তারা।

সংগঠনটির সদস্য সচিব ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের মাধ্যমে সরকার রাজনৈতিক সংঘাতকে গ্রাম-গঞ্জে ছড়িয়ে দিয়েছে। এই ইউপি নির্বাচনেও ৩২ জন নিহত হয়েছে। নির্বাচন এখন সহিংসতায় রূপ নিয়েছে। এর জন্য হুদা কমিশনকে বিচারের মুখোমুখি করা হবে। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা দেশে থাকতে কেন বিচার করতে পারেননি? এখন নাটক করছেন?

নুর আরও বলেন, আজকে আমরা তেল-গ্যাসের বর্ধিত দাম ও গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং স্বল্পমূল্যে নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে এখানে সমবেত হয়েছি। এই সরকার ১২ বছরে ১২ বার বিদ্যুৎ, ১৪ বার পানি ও ৯ বার গ্যাসের দাম বাড়িয়েছে। আর এক পয়সাও কোন কিছুর দাম বাড়াতে দেওয়া হবে না। দাবি মানা না হলে পরবর্তীতে জনগণকে সাথে নিয়ে সারাদেশে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ইবাংলা/ টিআর/১২ নভেম্বর ২০২১

Contact Us