আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর জয়

ক্রীড়া ডেস্ক

আগের দুই ম্যাচে টানা জয় পেয়েছে আর্জেন্টিনা। একটি প্যারাগুয়ে, অন্যটি উরুগুয়ের বিপক্ষে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে আজও ফের পূর্ণ পয়েন্ট পেয়েছে আলবিসেলেস্তেরা। তবে সেটা এতো সহজে আসেনি। এজন্য অনেক কষ্ট করতে হয়েছে লিওনেল স্ক্যালোনির শিষ্যদের। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন ডি মারিয়া

২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে আজ বাংলাদেশ সময় ভোরে উরুগুয়ের মুখোমুখি হয় আর্জেন্টিনা। কারাসকোর দেল সিগলোতে অনুষ্ঠিত ম্যাচটিতে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে আকাশী-নিল জার্সিধারীরা। এ জয়ের ফলে আসন্ন বিশ্বমঞ্চে এক পা দিয়ে রাখলো মেসির আর্জেন্টিনা।

গতকাল জানা যায়, সুস্থ হয়ে উঠেছেন লিওনেল মেসি। উরুগুয়ের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই থাকতে পারেন। কিন্তু না তেমনটা হয়নি। ম্যাচের ১৫ মিনিট বাকি থাকতে বার্সেলোনার সাবেক অধিনায়ককে মাঠে নামান স্ক্যালোনি।

মেসি না থাকায় আক্রমণভাগে ছন্নছাড়া ছিল আর্জেন্টিনা। ম্যাচের বেশিরভাগ সময় ভুগতে হয়েছে সফরকারীদের। উরুগুয়ের আক্রমণ ঠেকাতে ব্যস্ত সময় পার করেছেন ক্রিশ্চিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনারা।

ম্যাচের সপ্তম মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পিএসজি মিডফিল্ডারকে পাস দিয়েছিলেন পাওলো দিবালা।

প্রতিপক্ষের মাঠে বল দখলে এগিয়ে থাকলেও খুব বেশি একটা সুযোগ তৈরি করতে পারেনি আর্জেন্টিনা। ৬৫ শতাংশ বল দখলে নিয়ে গোলমুখে তাদের নেওয়া ৭ শটের মধ্যে মাত্র ৩টি লক্ষ্যে ছিল। বিপরীতে অতিথিদের ওপর চাপ ধরে রেখে ১৯ শটের মধ্যে ৪টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়েছে উরুগুয়ে।

১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ল্যাটিন আমেরিকান অঞ্চলের দুই নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা। আট জয়ের পাশাপাশি চার ড্র তাদের সঙ্গী।

ইবাংলা /টিআর /১৩ নভেম্বর ২০২১

Contact Us