তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তির কাছে ‘ভুল বার্তা’ পাঠানোর ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে সতর্ক করে দিয়েছে চীন। এক টেলিফোনালাপে ব্লিঙ্কেনের প্রতি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
আগামী মঙ্গলবার ( ১৬ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগে ওয়াশিংটনকে সতর্ক করে দিল বেইজিং।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গত বুধবার হুমকি দিয়ে বলেছিলেন, তাইওয়ানের ওপর চীন বলপ্রয়োগ করতে গেলে আমেরিকা ও তার মিত্ররা ‘অনির্দিষ্ট ব্যবস্থা’ নেবে।তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্ব রয়েছে এবং বিশ্বের বেশিরভাগ দেশ ‘এক চীন’ নীতি অনুসরণ করে ওই সার্বভৌমত্ব মেনে নিয়েছে।
আমেরিকাও এই দ্বীপের ওপর চীনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে চীনকে অস্বস্তিতে ফেলার জন্য তাইওয়ানের বিচ্ছিন্নতাকামী শক্তিকে পূর্ণ পৃষ্ঠপোষকতা দিচ্ছে আমেরিকা।
ইবাংলা/ নাঈম/ ১৪ নভেম্বর, ২০২১