দেশের সবাইকেই ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানালেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে মহাখালী কড়াইল বস্তিতে ভ্যাকসিন কর্মসূচি শুরু হবে। তিনি বলেন,এখানে প্রায় তিন লাখ মানুষের বসবাস। পর্যায়ক্রমে অন্যান্য বস্তিতে টিকা দেওয়া হবে।
সোমবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মহাখালী বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) অডিটোরিয়ামে জরুরি কোভিড-১৯ টিকা পরিবহনে নিয়োজিত রেফ্রিজারেটেড ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫৯
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, নিবন্ধন করে বস্তিতে ভ্যাকসিন দেওয়া হবে। যেখানে মানুষ নিবন্ধন করতে পারেনি, তারা সেখানে জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলে ভ্যাকসিন নিতে পারবে। ভ্যাকসিনের জন্য পরেও নিবন্ধন করে নেওয়া হবে।
ইবাংলা/ নাঈম/ ১৫ নভেম্বর, ২০২১