খিলগাঁওয়ে খালে পড়া যুবকের খোঁজ মেলেনি

ডেস্ক রিপোর্ট

রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ার ৭ নম্বর গলির উত্তর বাসাবো খালে পড়ে এক যুবকের (২০) কোনো সন্ধান মেলেনি। আঁধার নেমে আসায় তাকে উদ্ধারের অভিযান ৯ ঘণ্টা পর স্থগিত করেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

আজ মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যায় অভিযান স্থগিতের কথা নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

এর আগে, সকাল ১০টার দিকে খিলগাঁওয়ের উত্তর বাসাবো খালের ঝিলপাড় মসজিদের পাশের ড্রেন থেকে পড়ে নিখোঁজ হন ওই যুবক। খবর পেয়ে তাকে উদ্ধারে দিনব্যাপী অভিযান চালায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. শাহজাহান বলেন, খিলগাঁওয়ে খালে পড়ে যাওয়া নিখোঁজ যুবককে উদ্ধারে কাজ করেছে ফায়ার সার্ভিসের চারজনের ডুবুরি দল। এছাড়াও খিলগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করেছে।

তিনি আরও বলেন, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আজকের মতো অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল (বুধবার) সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে। খালে অনেক ময়লা থাকায় এবং বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ায় উদ্ধারে বেগ পেতে হচ্ছে ডুবুরিদের।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জোন কমান্ডার হাফিজুর রহমান।

স্থানীয়রা জানান, নিখোঁজ ওই যুবক ড্রেন থেকে বোতল কুড়ানোর সময় পড়ে গিয়ে নিখোঁজ হন।

Contact Us