হোস্টেলের ফ্লোর ভেঙে ৯ ছাত্র আহত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালী সরকারি কলেজ হোস্টেলের ফ্লোর ভেঙে গিয়ে ৯ ছাত্র আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার (১৫ নভেম্বর) রাত ১২টার পর পটুয়াখালী সরকারি কলেজ শেখ কামাল ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

Islami Bank

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রাবাসে অ্যালার্ড মিটিং শেষ করে বের হয়ে বারান্দায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে হঠাৎ করে ফ্লোরের নিচ ভেঙে প্রায় সাত ফিট গভীরে চলে যায়। ওই ফাঁকায় পড়েন ছাত্রাবাসের শিক্ষার্থীরা।

এ সময় ৯ ছাত্র আহত হন। তাদের পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

one pherma

পটুয়াখালী সদর হাসপাতালের চিকিৎসক সেলিম মাতব্বর জানান, রাতে আহত ৯ ছাত্রকে হাসপাতালে আনা হয়। তাদের চিকিৎসা চলছে। ওই ছাত্ররা সবাই আশঙ্কামুক্ত।

ইবাংলা /টিআর /১৬ নভেম্বর ২০২১

Contact Us