টিকা কেনার ব্যয় সংসদকে জানাননি স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের টিকা কিনতে সরকারের কত ব্যয় হয়েছে, জাতীয় সংসদকে তা জানাননি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Islami Bank

তিনি বলেছেন, ‘নন-ক্লোজার অ্যাগ্রিমেন্ট’–এর মাধ্যমে টিকা কেনা হয়েছে। এ কারনে সংসদে টিকা কেনায় ব্যয়ের হিসাব প্রকাশ করা সমীচীন হবে না। সর্বোচ্চ প্রতিযোগিতামূলক মূল্যে সততা ও স্বচ্ছতা নিশ্চিত করে করোনার ভ্যাকসিন কেনা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

one pherma

আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল কালাম আজাদও টিকার ব্যয় জানতে চান। জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন, ভারত ও কোভ্যাক্স থেকে সর্বোচ্চ প্রতিযোগিতামূলক মূল্যে সততা ও স্বচ্ছতা নিশ্চিত করে টিকা কেনা হয়েছে। আইন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, সিসিজিপি ও প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে টিকা কেনা হয়েছে।

ইবাংলা /টিআর /১৮ নভেম্বর ২০২১

Contact Us