ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জিবন

জেলা প্রতিনিধি, রংপুর

এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মনোয়ারুল ইসলাম মিঠু নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রংপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষনের ঘটনায় এ রায় দিল আদালত।

Islami Bank

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোকনুজ্জামান এই আদেশ দেন। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

২০২০ সালের ৩০শে জুন রংপুরের বদরগঞ্জ শ্যামপুর সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে ফুঁসলিয়ে স্কুলে নিয়ে এসে তার ইংরেজি শিক্ষক মনোয়ারুল ইসলাম মিঠু ধর্ষণ করেন। মামলায় তদন্ত কর্মকর্তা এসআই আরিফ আলি একই সালের ৩১শে আগস্ট শিক্ষক মিঠুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ওই বছরের ১২ই নভেম্বর অভিযোগ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করে।

one pherma

প্রায় এক বছর পর সাক্ষীদের সাক্ষ্য শেষে বৃহস্পতিবার দুপুরে আদালত এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, একজন শিক্ষক হয়ে ছাত্রীকে ধর্ষণের ঘটনা অত্যন্ত দুঃখজনক।

ইবাংলা/টিপি/১৮ নভেম্বর২০২১

Contact Us