এখনো জট খোলেনি শিক্ষিকা-গৃহকর্মী হত্যারহস্যের

Islami Bank

সিলেটের ওসমানীনগরের স্কুল শিক্ষিকা-গৃহকর্মীর লাশ উদ্ধারের তিন দিন অতিবাহিত হলেও জট খোলেনি চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের। সোমবার শিক্ষিকার পুত্র তন্ময় দে বিপ্লবের থানায় অভিযোগটি আমলে নিয়ে হত্যা মামলা করা হয়েছে।

মামলায় শিক্ষিকার হত্যাকারী হিসাবে শুধুমাত্র গৌরাঙ্গকে অভিযুক্ত করা নিয়ে রহস্য সৃষ্টির পাশাপাশি স্থানীয়দের মধ্যে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

এদিকে, মামলায় অভিযুক্ত গৃহকর্মীর লাশ উদ্ধার নিয়ে গত রবিবার থানায় অপমৃত্যুর মামলা করা হলেও গৃহকর্মী পরিবারের দাবি, পারিবারিক কলহের জের ধরে শিক্ষিকাকে খুনের পর গৌরাঙ্গকেও হত্যা করে ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ঘাতকরা। পরিবারের পক্ষ থেকে পৃথক হত্যা মামলার প্রস্তুতি রয়েছে বলে নিশ্চিত করেছেন গৃহকর্মীর বড় ভাই মোর চাঁদ সরকার।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, শিক্ষিকার পরিবারের অভিযোগ ও প্রাথমিক তদন্ত সাপেক্ষে বিষয়টি নিশ্চিত হওয়ায় শিক্ষিকা খুনের দায়ে গৃহকর্মীকে অভিযুক্ত ও গৃহকর্মীর লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে।

one pherma

অপমৃত্যু মামলার বাদী গৃহকর্মীর ভাই গবিন্দ সরকার বলেন, ময়নাতদন্তের কথা বলে পুলিশ আমার স্বাক্ষর নিয়েছিল। আমি কোনো অপমৃত্যুর মামলা করিনি। আমি নিজে শিক্ষিকার মেয়ে তন্নীর বাসায় কাজ করার সুবাধে শিক্ষিকার স্বামী-স্ত্রী-পুত্রের মধ্যে পারিবারিক কলহের বিষয়টি পূর্ব থেকেই অবগত রয়েছি।

শিক্ষিকার পুত্র তন্ময় দে বিপ্লবের বক্তব্য জানতে তার মোবাইল নাম্বারে কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি। দশঘর ইউনিয়নের ইউপি সদস্য জুবেল মিয়া বলেন, গৌরাঙ্গ খুন করে আত্মহত্যা করেছে এটা মেনে নেওয়া যায় না।

এছাড়া গত দুই মাস ধরে ডা. বিজয় স্বাস্থ্যকেন্দ্রে আসছেন না, এর মধ্যেই তার স্ত্রী খুনের ঘটনা। ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, ময়নাতদন্তের রিপোর্টসহ সার্বিক পর্যালোচনার পর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।

প্রসঙ্গত, শনিবার (১৯ জুন) রাতে উপজেলার দয়ামীর ইউনিয়নের শোয়ারগাঁও গ্রামের ডা. বিজয় ভূষণ দের বাড়ির বসতঘরের মেঝে থেকে তারই স্ত্রী স্কুলশিক্ষিকা তাপত রানী দে বিবস্ত্র গলাকাটা লাশ এবং একই ঘরের কাঠের ওপর থেকে গৃহকর্মী গৌরাঙ্গ সরকারের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ।

ই বাংলা/ আই/ ২৩ জুন, ২০২১

Contact Us