ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

জেলা প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীর চন্দ্রিমায় ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের পার্শ্ববর্তী রেল লাইনে এ ঘটনা ঘটে।

Islami Bank

ঘটনার তদন্তে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. আনিসুজ্জামান আনিস জানান, নিহত কলেজছাত্র আসাদুল ইসলাম (২৪) নগরীর মুশরইল বাচ্চুর মোড় এলাকার মুকুল হোসেনের ছেলে। তিনি রাজশাহী কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। লেখাপড়ার পাশাপাশি তিনি খাবারের হোম ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডায় কর্মরত ছিলেন।

নিহতের পরিবারের লোকজন জানান, আসাদুল দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়ে যায় অন্যান্য দিনের মতো কাজ শেষে রাতে বাড়ি ফেরে।

one pherma

ট্রেনে কাটা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিব উল ইসলাম।

ইবাংলা /টিআর /১৯  নভেম্বর ২০২১

Contact Us