ফুল তুলতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

পূজার ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সুরেন্দ্রনাথ রায় (৬৫) নামে এক সনাতন ধর্মাবলম্বী বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটা ঘচেছে রংপুর ভিবাগের কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায়।

Islami Bank

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে ফুলখাঁর চাকলা বিলের পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সুরেন্দ্রনাথ উপজেলার চাকিরপশার ইউনিয়নের রতিরাম কমল ওঝাঁ গ্রামের বাসিন্দা।

চাকিরপশার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরেন্দ্রনাথ রায় শুক্রবার সকালে পূজার ফুল সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়। অনেক সময় হয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারে সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

one pherma

এক পর্যায়ে বিকেল ৪টার দিকে ফুলখাঁর চাকলা বিলের পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে নিজ বাড়িতে সৎকার করা হয়।

ইবাংলা/ নাঈম/ ১৯ নভেম্বর, ২০২১

Contact Us