সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী আজ

ইবাংলা ডেস্ক :

আজ (শনিবার, ২০ নভেম্বর)।  কবি সুফিয়া কামালের ২২তম মৃত্যুবার্ষিকী।  বাংলাদেশে নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও বহুমাত্রিক প্রতিভাময়ী এই নারী আমৃত্যু মুক্তিবুদ্ধির চর্চার পাশাপাশি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে সংগ্রাম করেছেন।  ১৯৯৯ সালের ২০ নভেম্বর মারা যান সুফিয়া কামাল।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।  বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ দিনটি পালন করবে।

সুফিয়া কামাল একাধারে কবি, বুদ্ধিজীবী ও সমাজনেত্রী ছিলেন।  বরিশালের শায়েস্তাবাদে নানাবাড়ির রক্ষণশীল অভিজাত পরিবেশে বড় হলেও সুফিয়া কামালের মানস গঠনে দেশের মানুষ, সমাজ, ভাষা ও সংস্কৃতি মূল প্রেরণা হিসেবে কাজ করে।

সুফিয়া কামালের বাড়িতে উর্দু ভাষার চর্চা থাকলেও নিজ উদ্যোগেই তিনি বাংলা ভাষা শেখেন।  এ দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সুফিয়া কামালের ছিল আপসহীন ভূমিকা।  নারীদের সংগঠিত করে মানবতা, অসাম্প্রদায়িকতা, দেশাত্মবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে তিনি ছিলেন সব সময় সচেষ্ট।

তিনি একুশে পদক, স্বাধীনতা পদকসহ ৫০টির বেশি পুরস্কার পেয়েছেন।  ১৯১১ সালের ২০ জুন জন্মগ্রহণ করেন তিনি।

ইবাংলা/এএমখান/২০ নভেম্বর, ২০২১

Contact Us