টিকটক ভিডিও বানাতে গিয়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

টিকটক ভিডিও বানাতে গিয়ে চার তলা ছাদ থেকে পড়ে আনিল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া ভূতের গলি এলাকায় এ ঘটনা ঘটে।

Islami Bank

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার আনিল বাড়ির ছাদে উঠে টিকটক বানাতে গিয়ে নিচে পড়ে যান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। তবে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানিয়েছেন, এরকম কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এসকে ফরহাদ বলেন, বিকেলে আনিল নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সে মাথায় আঘাত পেয়েছিল। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

one pherma

আনিল একজন টিকটকার। তিনি নিয়মিত টিকটক ভিডিও বানিয়ে আপলোড দেন। তার প্রোফাইল ঘেটে দেখা গেছে সেখানে ৫ শতাধিক ফলোয়ার ও শতাধিক ভিডিও রয়েছে।

ইবাংলা /টিপি /২০ নভেম্বর ২০২১

Contact Us