নদী দখলদারদের তালিকা চেয়েছে হাইকোর্ট

আদালত প্রতিবেদক, ঢাকা

আগামী ছয় মাসের মধ্যে দেশের প্রতিটি বিভাগের সব নদী এবং নদী দখলদারদের তালিকা চেয়ে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানির পর রোববার (২১ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মে. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

Islami Bank

সকল জেলা প্রশাসক,অর্থ মন্ত্রণালয়ের সচিব ও পানি উন্নয়ন বোর্ডকে ছয় মাসের মধ্যে নদীর তালিকা ও নদী দখলকারীদের তালিকা জমাদানের এ নির্দেশ দেওয়া হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান।

one pherma

এর আগে পরিবেশবাদী আইনজীবীদের সংগঠন বেলা, দেশের সব নদীর পূর্ণাঙ্গ তালিকা, তুরাগ নদীর সীমানা পুনরুদ্ধার ও প্রতিটি বিভাগে নদী দখলকারীদের তথ্য জানার নির্দেশনা চেয়ে রিট দায়ের করে।

রিটে বলা হয়েছে, নদীর সংখ্যা নিয়ে বিভিন্ন পক্ষের মতভেদ রয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, দেশে নদীর সংখ্যা ৪০৫টি। নদী রক্ষা কমিশনের হিসাবে ৭০৭টি নদী আছে বাংলাদেশে। আর বেসরকারি গবেষণায় ১ হাজার ১৮২টি নদীর কথা বলা হয়েছে। তাই নদীর সঠিক তালিকা ও অন্যান্য নির্দেশনা চেয়ে বেলা এই রিট দায়ের করে।

ইবাংলা /টিপি /২১ নভেম্বর ২০২১

Contact Us