আওয়ামী লীগের ১৫ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

জেলা প্রতিনিধি, যশোর

আওয়ামী লীগের ১৫ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে যশোরের শার্শায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করায়।

Islami Bank

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের আদেশ রোববার ( ২১ নভেম্বর) শার্শায় এসে পৌঁছেছে।

বহিস্কারকৃতরা ইতিপূর্বে চেয়ারম্যান এবং শার্শা উপজেলা ও ইউনিয়নে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। বিদ্রোহীদদের বহিষ্কারের খবরে বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল করেছে নৌকার সমর্থকরা।

বহিষ্কার হওয়া নেতারা হলেন শার্শার ডিহি ইউনিয়নের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সহ সভাপতি হোসেন আলী, যুগ্ম সাধারণ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, লক্ষণপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমান, বাহাদুরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, গোগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তবিবর রহমান।

one pherma

পুটখালী ইউনিয়নের নবাগত আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন, গোগা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তবিবর রহমান, কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আয়নাল হক, শার্শা ইউনিয়নে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেন, নিজামপুর ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল আলম বাটুল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান ও সেলিম রেজা বিপুল।

দল থেকে বহিষ্কারের বিষয়ে মোবাইলে একাধিক নেতার সাথে যোগাযোগ করা হলেও মুখ খুলেননি কোনো নেতা কিংবা প্রার্থী। তবে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, নেত্রীর নির্দেশ অমান্য করে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন দলকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেবার কোনো বিকল্প নেই।

ইবাংলা / নাঈম/ ২১ নভেম্বর ২০২১

Contact Us