দেশে মৃত্যু বাড়ল, শনাক্ত কমেছে

ইবাংলা ডেস্ক

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে সাত জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১৯৯ জনের। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৩ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জনে।

Islami Bank

রোববার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল (শনিবার) কেউ না মারা যাওয়ার খবর জানিয়েছিল অধিদপ্তর। এদিন ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

one pherma

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ইবাংলা /টিআর /২১ নভেম্বর ২০২১

Contact Us