বাবা ও ছেলেকে চাপা দেওয়া প্রাইভেটকার চালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

শুক্রবার (১৯ নভেম্বর) রাজধানীর বেইলি রোডে রিকশা আরোহী বাবা ও তার ছয় মাস বয়সী সন্তানকে চাপা দেওয়া প্রাইভেটকার চালক কিশোরকে চুয়াডাঙ্গা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। রবিবার (২১ নভেম্বর) দুপুরে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান।

তিনি বলেন, অভিযুক্ত প্রাইভেটকার চালক ওই কিশোর রাজধানীর একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র। ঘটনার পর সে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পালিয়ে যায়। তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে গাড়িটি মীরবাগ এলাকা থেকে জব্দ করা হয়েছে। সেটি বর্তমানে হাতিরঝিল থানায় রাখা হয়েছে।

 

গত শুক্রবার বিকালে বেইলি রোডে বেপরোয়া গতিতে ছুটে আসা প্রাইভেটকারের ধাক্কায় গুঁড়িয়ে যায় একটি রিকশা। এ সময় রিকশার যাত্রী ফখরুল হাসানের কোলে থাকা ছয় মাসের একটি শিশু দূরে ছিটকে পড়লে তার পা ভেঙে যায়, হাত ভেঙেছে ফখরুলেরও।

এ ঘটনায় আহত হন রিকশাচালকও। তাদের উদ্ধার করে পথচারীরা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী সময়ে গাড়ির নম্বর ও ভিডিও ফুটেজের মাধ্যমে গাড়ির মালিক ও চালককে শনাক্ত করা হয়। এ ঘটনায় ওই কিশোরের মা, বাবা ও ভাইকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ইবাংলা /টিপি /২১ নভেম্বর ২০২১

Contact Us