কাদের মির্জার অনুসারী গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার চার অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার চরকাঁকড়া, চরহাজারী ও বসুরহাট পৌরসভা এলাকায় শনিবার রাত দুইটায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।

Islami Bank

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মো. রাকিব (২১), বসুরহাট পৌরসভা এলাকার শুভ কুমার দাস (২০), আব্দুল হাই (৪৩) ও উপজেলার চরহাজারী ইউনিয়নের আব্দুল কাইয়ুম (৩৩)।

one pherma

পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিরা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

ইবাংলা / নাঈম/ ২১ নভেম্বর ২০২১ 

Contact Us