জাতীয় অধ্যাপকের মৃত্যুতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শোক

ইবাংলা ডেস্ক

বিশিষ্ট নজরুল গবেষক ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম মঙ্গলবার (৩০ নভেম্বর) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির সভাপতি ছিলেন। জাতীয় অধ্যাপকের মৃত‌্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

এক শোকবার্তায় তিনি বলেন, বাংলা সাহিত‌্য, নজরুল চর্চা এবং বাঙালি জাতীয়তাবাদের বিকাশে অধ‌্যাপক রফিকুল ইসলাম-এর অবদান চির জাগরূক হয়ে থাকবে। ৬৮ সাল থেকে আজীবন রফিক স‌্যার আমার উপদেষ্টা, অভিভাবক ও দিক নির্দেশক। এসময় মন্ত্রী তার প্রিয় এই শিক্ষকের স্মৃতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানন।

অধ্যাপক রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম নজরুল অধ্যাপক এবং নজরুল গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক । তিনি শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে প্রথম গ্রন্থ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাসের প্রথম গ্রন্থসহ প্রায় ৩০টি বই লিখেছেন ও সম্পাদনা করেছেন।

জীবদ্দশায় অধ্যাপক রফিকুল ইসলাম একুশে পুরস্কার, স্বাধীনতা দিবস পুরস্কার ও বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়া এ বছরের ফেব্রুয়ারিতে ঘোষিত প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা পদকেও ভূষিত হয়েছিলেন তিনি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাংলা একাডেমির সভাপতির দায়িত্বেও ছিলেন। ২০১৮ সালে সরকার তাকে জাতীয় অধ্যাপক ঘোষণা করে।

ইবাংলা/টিপি/৩০ নভেম্বর, ২০২১

Comments (0)
Add Comment