ধারাবাহিক পতনের বৃত্তে পুঁজিবাজার

বিজনেস ডেস্ক

একদিন সূচক বাড়ার পর আবারও ধারাবাহিক পতনের বৃত্তে যাচ্ছে পুঁজিবাজার। গত ১১ কর্মদিবসে সূচক বেড়েছে মাত্র দুদিন। আর সূচক কমেছে বাকি নয়দিন। সপ্তাহের প্রথম দুই দিনে ১৩০ পয়েন্ট সূচক পতনের পর মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেড়েছিল ২০ পয়েন্ট। এরপর আবার দুই দিন পড়ল সূচক।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) লেনদেনে মাত্র ৮২টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। বিপরীতে কমেছে ২৬১টির দর। লেনদেন হয়েছে ৮০১ কোটি টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৭৬৭ কোটি টাকা।

লেনদেন হওয়া বস্ত্র খাতের ৭৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর হারিয়েছে। ওষুধ ও রসায়ন খাতের ৯৩.৫৫ শতাংশ আর প্রকৌশল খাতের ৭৮.৫৭ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। বিপরীতে চাঙা ছিল বিমা খাত। সাধারণ বিমা খাতের ৮৭ দশমিক ১৮ শতাংশ কোম্পানির দর বেড়েছে। জীবনবিমা খাতের ৭৬ দশমিক ৯২ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) উত্থানের আলো নিভে গেয়ে সূচকের পতন হয় ২ পয়েন্ট। শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) পড়েছে আরও ৫১ দশমিক ৮৩ পয়েন্ট। ফলে চলতি সপ্তাহের পাঁচদিনের লেনদেনে সূচক কমেছে ১৮৩ পয়েন্ট। বিপরীতে সূচক বেড়েছে মাত্র ২০ পয়েন্ট।

এ অবস্থায় যে শুধু চলতি সপ্তাহের তা নয়। এর আগের কয়েক সপ্তাহেও সূচক পতনের এ ধারা অব্যাহত ছিল। অথচ পুঁজিবাজার নিয়ে চলতি সপ্তাহে আশান্বিত হওয়ার হতো দুটি ঘটনা ছিল। এর একটি হলো পুঁজিবাজারে নজরদারি বাড়াতে বিএসইসিকে অর্থ মন্ত্রণালয়ের ৬ নির্দেশনা, অন্যদিকে পুঁজিবাজারে ভালো কোম্পানির সংখ্যা বাড়াতে ডিএসইর পক্ষ থেকে দেশের খ্যাতনামা অর্ধশত কোম্পানির সঙ্গে বৈঠক।

ইবাংলা /টিআর/২৩ ডিসেম্বর

ধারাবাহিকপুঁজিবাজারসূচক বাড়ার
Comments (0)
Add Comment