বিশ্বেজুড়ে করোনার ছোবলে মৃত্যু ৪০ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক :

কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত সারা বিশ্ব। এই মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। প্রতিদিনই লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন হাজার হাজার মানুষ।

এ পর্যন্ত করোনায় মৃত্যু ৪০ লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে। মঙ্গলবার (৬ জুলাই) করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যে এসব জানানো হয়েছে। ২০১৯ সালের শেষ দিকে করোনা শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত ছড়িয়ে পড়েছে ২২০টি দেশ ও অঞ্চলে।

>> ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’ বিশ্বজুড়ে বিপর্যয়ের সংকেত

ভাইরাসটিতে ২ বছরের কম সময়ের মধ্যে এত মৃত্যু দেখলো পৃথিবী। করোনায় ৬ লাখের বেশি মৃত্যু নিয়ে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই ব্রাজিল ও ভারতের অবস্থান। করোনায় বিশ্বে মোট শনাক্ত ১৮ কোটি ৪৯ লাখের বেশি।

এদিকে, করোনার ডেল্টা ধরনের প্রভাবে ইউরোপজুড়ে সংক্রমণ বাড়তে থাকায় এখনই দেশগুলোকে বিধি-নিষেধ তুলে না নেয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ধরনের অদূরদর্শী সিদ্ধান্ত দেশগুলোর ভোগান্তি আরও বাড়িয়ে তুলবে বলেও সতর্ক করে সংস্থাটি।

>> ৮৫ দেশে ছড়িয়েছে করোনার ডেল্টা রূপ

অন্যদিকে, বিজ্ঞানীদের সতর্কতাকে উপেক্ষা করেই আগামি দুই সপ্তাহের মধ্যে ব্রিটেনে করোনার বেশিরভাগ বিধি-নিষেধ উঠিয়ে নেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। মুখে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলার মতো করোনার বিধি-নিষেধ তুলে নিতে যাচ্ছে যুক্তরাজ্য এমনটিই বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। চলতি জুলাইতেই যা কার্যকর হতে পারে।

সোমবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বিবিসির, এক সংবাদ সম্মেলনে বরিস জনসন আগামী ১৯ জুলাই থেকে যুক্তরাজ্যে করোনার সব বিধিনিষেধ তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ১২ জুলাই সর্বশেষ পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।

এ সময় মাস্ক পরার বিষয়ে তিনি বলেন, মাস্ক পরার বিষয়ে আইনগতভাবে কোনো বাধ্যবাধকতা না থাকলেও জনসমাগমে তিনি নিজে ভদ্রতার অংশ হিসেবে মাস্ক পরে থাকবেন।

অন্যদিকে, ডেল্টার প্রভাবে স্পেনে গত সপ্তাহের তুলনায় সংক্রমণ বেড়েছে ৮৫ শতাংশ। সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ইন্দোনেশিয়ায় করোনার নতুন ঢেউয়ে অন্তত ৬০০ শিশু প্রাণ হারিয়েছে।

ই-বাংলা/ বিশ্বক/ ৬ জুলাই, ২০২১

করোনারছোবলেবিশ্বেজুড়ে
Comments (0)
Add Comment