করোনা মহামারির তাণ্ডবে সকল ক্ষেত্রেই প্রভাব পড়েছে। সেই প্রভাব পড়েছে তথ্য প্রযুক্তি খাতেও।তবে সতর্কতার সঙ্গে প্রযুক্তি খাতকে চাঙ্গা রাখতে বছরের শুরুতেই আগের মতো মেলার আয়োজন করছে খাতসংশ্লিষ্টরা। নতুন বছরের প্রথম মাসেই অর্থাৎ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দুটি প্রযুক্তি মেলা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জানুয়ারির ৬ তারিখে আবার বসছে স্মার্টফোন ও ট্যাব মেলা। দুই বছর বিরতির পর তিন দিন স্থায়ী হবে এবারের আসরটি। মেকারের আয়োজনে এবারের মেলায় থাকছে ৫জি এক্সপিরিয়েন্স জোন।
এদিকে এ মাসেরই ১৫ তারিখে একই ভেন্যুতে হতে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ মেলা। ব্যতিক্রমী আয়োজনে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। মেলায় সবচেয়ে বড় চমক থাকবে ইন্টারনেট অব থিংকস এবং চতুর্থ শিল্পবিপ্লবের ইন্টারনেটভিত্তিক ডিজিটাল সেবার জন্য বাংলাদেশের প্রস্তুতি।
ইবাংলা/ টিপি/ ২ জানুয়ারি,২০২২