দিল্লিতে করোনা শনাক্তের ৮৪ শতাংশই ওমিক্রন

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে ৩০ ও ৩১ ডিসেম্বরের মধ্যে যতগুলো নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে তার মধ্যে ৮৪ শতাংশেরই ওমিক্রন শনাক্ত হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার এক বুলেটিনে নতুন করে চার হাজার জনের করোনা শনাক্ত হওয়ার কথা জানান দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন। এতে দেশটিতে করোনা সংক্রমণের হার বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ।

ভারতে এখন পর্যন্ত ২৩ রাজ্যে ওমিক্রনের খোঁজ মিলেছে। তার মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত ৫১০ জনের শরীরে ওমিক্রনের সন্ধান পাওয়া গেছে। দিল্লিতে করোনার নতুন ধরনে আক্রান্তের সংখ্যা ৩৫১।

তবে দিল্লিবাসীকে আশ্বস্ত করে সত্যেন্দর জৈন বলেন, পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসন সম্পূর্ণ তৈরি। সরকারি হাসপাতাল কিংবা ক্লিনিকগুলোতে চিকিৎসা সামগ্রীর কোনো অভাব নেই বলেও জানান তিনি। এসময় তিনি আরও বলেন, যদিও করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। কারণ, গুরুতর আক্রান্ত খুব বেশি কেউ হচ্ছেন না বা হাসপাতালে ভর্তিরও প্রয়োজন হচ্ছে না।

ইবাংলা /টিপি/ ০৩ জানুয়ারি, ২০২২

ওমিক্রনদিল্লি
Comments (0)
Add Comment