ডিজেল পাচার প্রতিরোধে বেনাপোল বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার রয়েছে এমন প্রচার থাকলেও নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে ভারতীয় ট্রাকে পাচার হচ্ছে ডিজেল।
দিনদুপুরে বন্দরের ব্যস্ততম সড়কে ভারতীয় ট্রাক চালকেরা স্থানীয় দোকান থেকে ডিজেল নিয়ে ট্রাকে পাচার করলেও যেন কোন মাথা ব্যথা নেই বন্দর নিরাপত্তাকর্মী বা স্থানীয় প্রশাসনের। তবে পুলিশ বলছে বিষয়টি দেখার দায়িত্ব বন্দরের। আর দায় এড়িয়ে গিয়ে বন্দর কর্তৃপক্ষ বলছেন ট্রাকের তেল ফুরিয়ে গেলে ভারতীয় চালকেরা তাদের ট্রাকে তেল নেয়।
বর্তমানে বাংলাদেশে প্রতি লিটার ডিজেলের দাম ৮০ টাকা ২৫ পয়সা। আর পার্শ্ববর্তী দেশ ভারতে ডিজেলের লিটার ৯৪ রুপি। বাংলাদেশের চেয়ে ভারতের তেলের মূল্য বেশি লিটারে ৩০ টাকা। বাংলাদেশে ডিজেলের দাম কম হওয়ায় লাভের আশায় সুযোগ পেলে ভারতীয় ট্রাক চালকেরা বেনাপোল বন্দর এলাকার ডিজেল বিক্রেতাদের কাছ থেকে ডিজেল কিনে নিয়ে যায়।
প্রতিদিন ভারত থেকে প্রায় ৪শ ট্রাক পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসছে। বন্দর এলাকায় প্রায় ৫ থেকে ৬টি স্থানে অবৈধভাবে কেউ প্রকাশ্যে আবার কেউ গোপনে ভারতীয় ট্রাক চালকদের কাছে বিক্রি করছে ডিজেল। বন্দর বা প্রশাসনের যথাযথ তদারকি না থাকায় বন্দর এলাকায় প্রকাশ্যে সাইনবোর্ড ঝুঁলিয়ে বিভিন্ন মুদি ব্যবসায়ীরা বিক্রি করছে ডিজেল। দোকানদাররা এসব ডিজেল পার্শ্ববর্তী তেলের পাম্প থেকে সংগ্রহ করে থাকে।
ইবাংলা /এইচ/ ১৭ জানুয়ারি, ২০২২