হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা

ইবাংলা প্রযুক্তি ডেস্ক

একের পর এক নতুন ফিচার আনছে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রযুক্তি বাজারে নিজের অবস্থান পোক্ত করতেই নানান সব ফিচার আনছে তারা। অ্যাপটিকে আরও আকর্ষণীয় করে তুলতে এবার নতুন বৈশিষ্ট নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গ্রুপের কোনো সদস্যের কোনো বার্তা পছন্দ না হলে সেটিকে মুছে দিতে পারবেন গ্রুপ এডমিন। এ ছাড়া গ্রুপে যার বার্তা মুছে ফেলা হচ্ছে তিনি একটি বিশেষ সতর্কবার্তা পাবেন।

বৈশিষ্টটি এখনও পরীক্ষানিরীক্ষার পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই একটি আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই বৈশিষ্টটি উপভোগ করতে পারবেন।

এদিকে আইপ্যাডের ব্যবহারকারীদেরও সুখবর দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তাদের জন্য নতুন অ্যাপ চালুর পরিকল্পনা করেছে তারা। তবে কবে নাগাদ অ্যাপটি উন্মুক্ত করা হবে, সে বিষয়ে কোনো তথ্য জানাননি মেটায় হোয়াটসঅ্যাপ বিভাগের প্রধান উইল ক্যাচকার্ট।

ইবাংলা /এইচ/ ৩১ জানুয়ারি, ২০২২

হোয়াটসঅ্যাপ
Comments (0)
Add Comment