মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু বলেছেন, মধুপুরের লাল মাটি কৃষি ফসল উৎপাদনের জন্য বিখ্যাত। এ অঞ্চলের মাটিতে প্রচুর পরিমানে ভেষজ বৃক্ষ ছিল। শালবনে পাওয়া যেত প্রজাতির নানা উদ্ভিদ। যা এলাকার কবিরাজরা তুলে এনে গ্রামে চিকিৎসা করতেন।
দিন দিন এসব উদ্ভিদ হারিয়ে যাচ্ছে। ভেষজ উদ্ভিদের চাষাবাদ প্রসঙ্গে তিনি বলেন, মধুপুরে প্রচুর পরিমানে জমি রয়েছে সরকারি বেসরকারি ভাবে চাষ করলে তিনি সহযোগিতার আশ^াস প্রদান করেন। মধুপুরে দুর্লভ ও আমদানীকৃত উদ্ভিদের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির উদ্যোগে গতকাল শনিবার মধুপুর ব্র্যাক লার্নিং সেন্টার মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে। বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকী এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল, সহকারী অধ্যাপক গাহনী ডাঃ আব্দুর রহিম, বাংলাদেশ ইউনানী ডক্টরস সোসাইটির সহ- সভাপতি আনোয়ারুল আলম ভূইয়া। বাংলাদেশ ইউনানী ডক্টরস সোসাইটির সাধারণ সম্পাদক হাকীম রেজাউল করিম, বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।
সঞ্চালনা করেন বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আবু ছালেহ। অনুষ্ঠান শেষে ইউনানী চিকিৎসকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
ইবাংলা/ জেএন/ ১ মার্চ, ২০২২