ফের অজি বধে সন্ধ্যায় মাঠে নামছে টাইগাররা

খেলার মাঠ প্রতিবেদক :

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বুধবার (৪ আগস্ট) সন্ধ্যা ছয়টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফররত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে মনোবল বাড়িয়ে নেয়ার লক্ষ্য টাইগারদের। প্রথমবার টি-টোয়েন্টিতে অজিদের হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে মাহমুদুল্লাহ রিয়াদরা।

জিম্বাবুয়ের মাটিতে সব ফরম্যাটে সিরিজ জয়। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই অজিদের প্রথমবার হারিয়ে আত্মবিশ্বাসী টাইগাররা।টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করার লক্ষ্য দুই দলেরই।

অজিদের কোয়ারেন্টিন শর্তে সিরিজে নেই মুশফিক, লিটন। তামিমের ইনজুরি। দলের শক্তি অনেকটা কমলেও সিরিজ জেতার স্বপ্ন দেখছে তরুণ নির্ভর টাইগার বাহিনী।

মুস্তাফিজকে নিয়ে শঙ্কা কেটেছে। প্রথম ম্যাচেই বাজিমাত করেছে দ্য ফিজ। রান দেয়ায় পেসার শরিফুলও কৃপন। প্রথম ম্যাচে অজিদের একাই ধসিয়ে দেয়া স্পিনার নাসুমের দিকে এই ম্যাচেও থাকবে চোখ।

প্রথম ম্যাচে রান পেয়েছেন নাঈম-সাকিব। তবে দায়িত্ব নিয়ে খেলা হয়নি কারোরই। সিরিজ জিততে সেরাটা দিতেই হবে, রানে ফিরতে হবে টাইগার ব্যাটারদের। এদিকে অস্ট্রেলিয়ার শর্ত পূরণ করতে গিয়ে ক্রিকেটারদের বিশ্রাম দিতে পারছে না বিসিবি। কোনো ব্রেক ছাড়াই আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে মাহমুদউল্লাহর দল।

অজিদের সাথে এই সিরিজ নিয়ে দারুণ রোমাঞ্চিত সমর্থকরাও। অজি আরোপিত শর্তে মাঠে থাকছে না দর্শক। এর ওপর উত্তেজনার আগুনে জল ঢালতে চোখ রাঙাচ্ছে শ্রাবণের মেঘ।
ই-বাংলা/ আইএফ/ ৪ আগস্ট, ২০২১

অজিটাইগাররাবধে
Comments (0)
Add Comment