নদীতে ড্রেজিংয়ের ফলে কৃষি জমি ক্ষতির প্রতিবাদে জনসভা

মোংলা প্রতিনিধিঃ

মোংলা বন্দরের পশুর চ্যানেল ড্রেজিংয়ের পলি ফেলায় ক্ষতির মুখে পড়া চ্যানেল সংলগ্ন বানিশান্তা ইউনিয়নের তিনশো একর কৃষি জমি রক্ষার দাবিতে জন সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) র আয়োজনে মঙ্গলবার (০৮ মার্চ) বিকালে বানীশান্তা-ভোজনখালী সংযোগ সড়ক সংলগ্ন মাঠে জনসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতিসংঘের গবেষণা উন্নয়ন বিভাগের প্রধান, বাপা’র সহসভাপতি ড. মো. নজরুল ইসলাম।জনসভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারন সম্পাদক শরীফ জামিল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান। জনসভায় স্বাগত বক্তব্য রাখেন বাণীশান্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুদেব কুমার রায়।

এসময় বক্তারা বলেন, প্রান্তিক মানুষের জমি আর জীবিকা ধ্বংস করে উন্নয়নের নামে পশুর নদীতে চালানো আগ্রাসী খনন শুধু সুন্দরবনের বাস্তুতন্ত্রের উপরই আঘাত নয়, বরং দেশের বৃহতর জনগোষ্ঠীকে চরম মানবিক বিপর্যয়ের সম্মুখীন করে তুলেছে। একই সাথে নাব্যতা রক্ষার জন্য অপরিকল্পিত জনস্বার্থ বিরোধী ড্রেজিং প্রকল্প গ্রহণ করা হয়েছে।

একই সাথে এই ড্রেজিং প্রকল্পের ফলে পরিবেশ-প্রকৃতি ধ্বংসের প্রক্রিয়া চলছে। অবিলম্বে পশুর নদীর অপরিকল্পিত ড্রেজিং বন্ধ করে পরিবেশ বান্ধব, জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণের দাবী জানানো হয়। জনসভায় সভাপতিত্ব করেন বাপা’র জাতীয় পরিষদ সদস্য মোংলা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ।

ইবাংলা/ জেএন/ ৯ মার্চ, ২০২২

কৃষি জমিড্রেজিংয়ের
Comments (0)
Add Comment