শেষ ওভারে মলিন মুস্তাফিজ

ক্রীড়াঙ্গন ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।

৭ এপ্রিল রাতে মুম্বাইয়ে টুর্নামেন্টের ১৫তম ম্যাচে লক্ষৌ সুপার জায়ান্টদের বিপক্ষে বল হাতে ৪ ওভারে ২৬ রান দিয়ে উইকেট শূন্য থাকেন মুস্তাফিজ। অথচ নিজের প্রথম ৩ ওভারে ১২ রান দিয়েছিলেন তিনি।

ম্যাচ জিততে শেষ দুই ওভারে লক্ষ্ণৌর প্রয়োজন ছিলো ১৯ রান। ১৯তম ওভারে বল হাতে আক্রমনে আসেন মুস্তাফিজ। ঐ ওভারে ১৪ রান দেন ফিজ। ফলে শেষ ওভারে প্রয়োজনীয় ৫ রান তুলে জয় পায় লক্ষ্ণৌ।

এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৪৯ রান করে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস। জবাবে ২ বল বাকী রেখে জয়ের স্বাদ নেয় লখনৌ। এর আগে সদিল্লির হয়ে নিজের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ ওভার বল করে ২৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ।

ইবাংলা/ জেএন/ ৮ এপ্রিল, ২০২২

ওভারেমলিনমুস্তাফিজশেষ
Comments (0)
Add Comment