জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে বান্দরবানে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (৯ জুন) সকালে বান্দরবান স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সিভিল সার্জন সভা কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা: নিহার রঞ্জন নন্দি উপস্থিত সাংবাদিকদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন জেলার ৭ উপজেলার বিভিন্ন গ্রামে সফলভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় তিনি জানান, আগামী ১২-১৫ জুন অনুষ্ঠিতব্য ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ১১ হাজার ৬০৫ এবং ১২-৫৯ মাস বয়সী ৬৪ হাজার ৩৪০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর আওতায় আনার টার্গেট নেওয়া হয়েছে।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা: আলমগীর, ডা: ফারজানাসহ সিভিল সার্জন দপ্তরের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইবাংলা/ জেএন /০৯ জুন,২০২২

কর্মশালা অনুষ্ঠিত
Comments (0)
Add Comment