বাংলাদেশকে চার গোলে হারিয়ে চ্যাম্পিয়ন কিরগিজস্থান

খেলাধুলা ডেস্ক :

কিরগিজস্তানে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে টানা দুই ম্যাচে হেরে গেল বাংলাদেশ। এই চার দলের তিন জাতি ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো কিরগিজস্থান। মঙ্গলবার (৭ সেপ্টম্বর) কিরগিজস্থানের বিশকেকের দোলন ওমরজাকোভ স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হয় কিরগিজস্থানের বিপক্ষে।

এই ম্যাচে বাংলাদেশকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে কিরগিজরা। টুর্নামেন্টে কিরগিজরা নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনকে হারায় ১-০ ব্যবধানে। সে হিসেবে আজ বাংলাদেশকে হারালে কিংবা ড্র করলেও হয়ে যেত চ্যাম্পিয়ন।

নিজেদের প্রথম ম্যাচে রোববার ফিলিস্তিনের বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া বাংলাদেশ মঙ্গলবার কিরগিজস্তানের বিপক্ষে হারে ৪-১ গোলের ব্যবধানে।

এদিন ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে কিরগিজস্তান। ম্যাচের ১০ মিনিটে এলদারের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা (১-০)। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলী মারদন (২-০)। মিনিট সাতেক পর তুরসুনালী গোল করে আরও এগিয়ে দেন কিরগিজস্তানকে (৩-০) ।

৫৩ মিনিটে বাংলাদেশ একটি গোল পরিশোধ করে। রহমত মিয়ার থ্রো ইন থেকে বক্সের মধ্যে একটু ফাকা জায়গায় বল পান ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল। তার নেওয়া শট গোলকিপার ও ডিফেন্ডারদের ফাকি দিয়ে জালে প্রবেশ করে (১-৩)।

এক গোল পরিশোধ করার পর বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করে। সংঘবদ্ধ আক্রমণ করতে না পারলেও পাল্টা আক্রমণে মাঝে মধ্যে কিরগিজদের ব্যতিব্যস্ত রেখেছে। ৮৯ মিনিটে বখতিয়ার বাংলাদেশের হারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন (৪-১)।

সফরে বাংলাদেশের শেষ ম্যাচ ৯ সেপ্টেম্বর কিরগিজ অলিম্পিক দলের বিপক্ষে। অন্যদিকে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে হেরে যায় ২-০ গোলে। এখানেই পিছিয়ে পড়ে জামাল ভুঁইয়ারা।
ইই

কিরগিজস্তানচ্যাম্পিয়নটুর্নামেন্টে
Comments (0)
Add Comment