মিরপুরে প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে বৈদেশিক মুদ্রা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, লিটন শিকদার ও নেছা খালাসী। এসময় তাদের হেফাজত থেকে নগদ ১ লক্ষ টাকাসহ MALAYSIAN মুদ্রা 100 RINGGIT ও গামছা দিয়ে পেঁচানো ডলার সাদৃশ্য বান্ডেলের মধ্যে একটি হুইল সাবান উদ্ধারমূলে জব্দ করা হয়।

মঙ্গলবার ০৫ জুলাই সকালে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাজিরুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত (১৭ জুন ) জনৈক মো. কবির নামের এক ব্যক্তিকে MALAYSIAN মুদ্রা 100 RINGGIT বৈদেশিক মুদ্রা বিক্রির কথা বলে তার কাছ থেকে নগদ ১ লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় প্রতারণা চক্রের সদস্যরা। ঐদিন মো. কবির মিরপুর থানায় এ সংক্রান্তে একটি সাধারণ ডায়েরি করেন।

তিনি আরও বলেন, মঙ্গলবার (৫ জুলাই) গোপন সংবাদের মাধ্যমে জানা যায় শেরে-ই-বাংলা থানার শিশুমেলা এলাকায় প্রতারক চক্রের সদস্যরা অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাই করে এসআই (নিঃ) মো. সাইফুল এর নেতৃত্বে একটি টিম সকাল ৯:২০ টায় ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উদ্ধারকৃত মালমালসহ তাদেরকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা বৈদেশিক মুদ্রা প্রতারক চক্রের সদস্য। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ জনগনের নিকট বৈদেশিক মুদ্রা দেখিয়ে তা বিক্রয় করার ভান করে তাদের সর্বস্ব নিয়ে উক্ত স্থান হতে কৌশলে পলায়ন করে থাকে। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

ইবাংলা / জেএন / ০৫ জুলাই,২০২২

দুই সদস্য গ্রেফতার
Comments (0)
Add Comment