পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পরিবেশবাদী সংগঠন “গ্রীন ভয়েস” এর নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৪ জুলাই ২০২২ খ্রিঃ) সংগঠনটির প্রধান সমন্বয়ক মোঃ আলমগীর কবির স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটির সভাপতি হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন ২০১৫-১৬ সেশনের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আকিবুল হাসান সবুজ ও সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন ২০১৬-১৭ সেশনের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মোঃ শরিফুল ইসলাম । আগামী এক বছরের জন্য ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটির দ্বায়িত্বে রয়েছেন ; সহ-সভাপতিঃ শর্মী ইসলাম,ইয়াসির আরাফাত,মেহেদী হাসান পিয়াস,সেলিম উদ্দিন, আসলামুল হক ও লুৎফুল কবির লিফাত; যুগ্ম সাধারণ সম্পাদকঃ ইশরাত জাহান নিঝু, এ বি রুপম ও তাপস কুমার কুন্ডু; সাংগঠনিক সম্পাদকঃ মোঃ রায়হান উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদকঃ মোবারক হুসাইন, সানজিদা ইয়াছমিন তিথী ও তানভির কবির; কোষাধ্যক্ষঃ মোঃ মনিরুজ্জামান মনির; দপ্তর সম্পাদকঃ শাহরিয়ার হোসাইন।
সহ-দপ্তর সম্পাদকঃ বি এম ফাতিউর রহমান; প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ শাহিদুল ইসলাম শিহাব; শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদকঃ মোঃ মমিন মন্ডল; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ রাশেদুল ইসলাম রাশেদ; সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকঃমোঃ রনি ইসলাম; বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকঃ তামিম হোসেন; অনুষ্ঠান বিষয়ক সম্পাদকঃ অনামিকা রানী দাস।
ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ আসফাক উদ্দীন সিয়াম; ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদকঃ শাহরিয়ার মিরাজ; ছাত্রী বিষয়ক সম্পাদকঃ তাবাসসুম সুলতানা মীম।সহ- ছাত্রী বিষয়ক সম্পাদকঃ মোছাঃ রুমা রিতা; কার্যকারী সদস্যঃ রাশেদুজ্জামান রিজন,মাসুদ রানা, শরিফ প্রামানিক, আরজু মিয়া ও নাজমুল হোসাইন ইমন।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বলেন,- “২০২০ সাল থেকে গ্রীন ভয়েস, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা পরিবেশ সচেতনতা, মানবিক ও বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে। কেন্দ্রীয় গ্রীন ভয়েস থেকে “গ্রীন ভয়েস পাবিপ্রবি” শাখা,কমিটি অনুমোদন হওয়ায় দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি নতুন উদ্যমে পরিবেশ রক্ষা জনসচেতনতা বাড়াতে এগিয়ে যাবে গ্রীন ভয়েস,পাবিপ্রবি শাখা।”
নব নির্বাচিত সভাপতি আকিবুল হাসান সবুজ বলেন,- “বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা প্রাকৃতিক পরিবেশ দখল ও দূষণ। আমাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে, প্রাকৃতিক পরিবেশ দখল মুক্ত করা ও দূষণ রোধ করা। আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য।” নতুন দায়িত্বে আসা সকলক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠন সহ সকলে।
ইবাংলা/জেএন/৬ জুলাই,২০২২