কিশোর অপরাধরোধের বিষয়ে কুমিল্লার নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান বলেছেন । কিশোর অপরাধ ভয়াবহ আকার ধারণ করেছে। তবে তা নিয়ন্ত্রণের বাইরে নয়।নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশের টিম নিয়োজিত রাখবো বলে মন্তব্য করেছেন ।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মুক্ত আলোচনায় ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।অনুষ্ঠানে কুমিল্লার নিরাপত্তায় পুলিশের কি কি উদ্যোগ থাকবে এবং অপরাধ দমনে কেমন প্রদক্ষেপ নেবে এসব বিষয়ে কথা বলেন পুলিশ।
আরও পড়ুন…তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান
নবাগত পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, প্রতিনিয়ত নগরীর বিভিন্ন পয়েন্টে টহল দেবে পুলিশ। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে ব্যবস্থা নেওয়া হবে। যারা পেছন থেকে কিশোর গ্যাং পরিচালনা করে তাদেরও আইনের আওতায় আনা হবে। তবে কুমিল্লা দেশের অন্যতম জেলা। এই জেলা দিয়ে গেছে দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। মহাসড়কে যেন ডাকাতি না হয়, সেদিকে আমরা নজর দেবো। হাইওয়ে পুলিশ সর্বদা প্রস্তুত থাকবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বিষয়ে পুলিশ সুপার বলেন, কুমিল্লায় মাদকদ্রব্য বন্ধ করা চ্যালেঞ্জিং। কিন্তু অসম্ভব নয়। যেহেতু এটি মাদকের ট্রানজিট পয়েন্ট সেহেতু আমরা পয়েন্টগুলো চিহ্নিত করে অভিযান চালাবো। মাদকের বিরুদ্ধে কোনও ছাড় দেওয়া হবে না।’
আরও পড়ুন…বরগুনা জেনারেল হাসপাতালের ডাক্তার হলেও পরিচয় দেওয়া যাবে না
তিনি সবার প্রতি সচেতন হবার আহ্বান জানিয়ে বলেন, সামনে দুর্গাপূজা-এক শ্রেণির মানুষ অন্ধ বিশ্বাসের কারণে সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করে। বাংলাদেশের দীর্ঘ দিনের ঐতিহ্য রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির, সেটা কুমিল্লাতে অক্ষুণ্ণ রাখতে হবে।
তিনি আরও বলেন, কোন সাধারণ মানুষ যেন থানায় গিয়ে সেবা নিতে হয়রানির শিকার না হয়, সেদিকে পুলিশ কর্মকর্তাদের সজাগ থাকতে হবে।এ সময় মত বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ, আবদুর রহিম, আফজল হোসেনসহ কুমিল্লায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ইবাংলা/জেএন/২৩ আগস্ট,২০২২