আবৃত্তি একাডেমীর দুই যুগ পূর্তি উপলক্ষ্যে দুই দিনব্যাপী ‘আবৃত্তি উৎসব’ এর আয়োজন করছে সংগঠনটি। ১৪ অক্টোবর রোজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে শোভাযাত্রার মাধ্যমে আবৃত্তি সংগঠনটির দুই যুগ পূর্তির উৎসব শুরু হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন নাট্যকার মামুনুর রশিদ। সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান।
আরও পড়ুন…কলেজের এইচএসসি শিক্ষার্থীদের আর্শীবাদ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
আলোচনা সভায় বিশেষ অতিথি বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামালউদ্দীন আহমদ বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনে আবৃত্তিকারদের ভূমিকা অনস্বীকার্য। স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে।
দেশের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক আন্দোলনে যুক্ত থেকে আবৃত্তিকারদের অন্যায়ের বিরুদ্ধে সবসময়ই একটি সচেতন ভূমিকা থাকে। আমাদের সকল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম সারথী আবৃত্তি একাডেমী। আবৃত্তি একাডেমীকে শুভেচ্ছা ও অভিনন্দন। ইন্টারনেট সংস্কৃতির এই যুগে তাদের কার্যক্রম চোখে পরার মতো।
আলোচনা সভার সভাপতিত্ব করেন আবৃত্তি একাডেমির সাবেক পরিচালক মৃন্ময় মিজান। এসময় আরো উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, একাডেমির পরিচালক কামরুল ইসলাম জুয়েল প্রমুখ।
ইবাংলা/জেএন/১৫ অক্টোবর ২০২২