নড়াইলে কমিউিনিটি পুলিশিং ডে পালন

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে কমিউিনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে নড়াইল সদর থানা থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা স্থলে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন…‘সামুদ্রিক মৎস্যসম্পদ আহরণে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই’

জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও নড়াইল চেম্বার অব কমার্স’র সভাপতি মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ’র অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খাঁন নিলু।

পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্তি পুলিশ সুপার রিয়াজুল ইসলাম,অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মল্লিক, নড়াইল সদর থানার ওসি মাহামুদুর রহমান সহ পুলিশ বিভাগের পদস্থ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

ইবাংলা/জেএন/২৯ অক্টোবর ২০২২

কমিউিনিটি পুলিশিং ডে পালন