ডলার রিজার্ভ নিয়ে পক্ষ বিপক্ষে বিতর্ক

ডেস্ক রিপোর্ট

অর্থনীতিবিদরা বলছেন, আসল বিতর্কটি হলো হিসাব পদ্ধতি নিয়ে। রিজার্ভের নিট এবং গ্রস নিয়ে। অন্য কোনো বিতর্কের সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংক এতদিন রিজার্ভের যে হিসাব দিয়ে এসেছে সেটা গ্রস হিসেব। আইএমএফ বলেছে, নিট হিসাবের কথা। তারা বলছে, ডলার রিজার্ভ হলো বাংলাদেশ ব্যাংকের কাছে তাৎক্ষণিভাবে ব্যবহারযোগ্য যে রিজার্ভ আছে।

কেউ বলছেন সরকার রিজার্ভ গিলে খেয়েছে, আবার কেউ বলছেন সরকার যে রিজার্ভের কথা বলছে সেই রিজার্ভ নেই।জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, ‘রিজার্ভের টাকা কেউ চিবিয়ে খায়নি, দেশের মানুষের জন্যই ব্যবহার করা হয়েছে।’

আরও পড়ুন…অজুর ব্যবহৃত পানি কি নাপাক?

সর্বশেষ আকুর দায় দেনা পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ ছিল ৩৪ বিলিয়ন ডলার। কিন্তু তার মধ্যে ৮ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের হাতে নেই। এই ডলার দিয়ে চারটি তহবিল গঠনসহ আরও কিছু কাজ করা হয়েছে। এর মধ্যে সাতশ কোটি ডলার রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ), গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডে (জিটিএফ) ২০ কোটি, লংটার্ম ফিন্যান্সিং ফ্যাসিলিটিতে(এলটিএফএফ) তিন কোটি ৮৫ লাখ এবং সোনালী ব্যাংকের মাধ্যমে পায়রা বন্দর কর্তৃপক্ষকে ৬৪ কোটি ডলার ও বাংলাদেশ বিমানকে চার কোটি ৮০ লাখ ডলার ঋণ দেওয়া হয়েছে। এই ৭৯২ কোটি ৬৫ লাখ ডলারের বাইরে কারেন্সি সোয়াপের আওতায় শ্রীলংকাকে দেওয়া হয়েছে ২০ কোটি ডলার। সব মিলিয়ে আট বিলিয়ন ডলার।

আইএমফ এই আট বিলিয়ন ডলার রিজার্ভ থেকে বাদ দিয়ে হিসাব করতে বলেছে। সর্বশেষ বাংলাদেশ ব্যাংক তা মেনেও নিয়েছে। তাই বাংলাদেশের এখন রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার নয়, ২৬ বিলিয়ন ডলার।

গত ৯ নভেম্বর বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, ‘বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভের পরিমাণ এখন ২৬ বিলিয়ন ডলার। তিনি বলেন, ‘রিজার্ভ আমরা গ্রস দেখাই। কিন্তু নিট দেখাতে বলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।’

আমদানি এবং অন্যান্য খাতে বাংলাদেশের এখন মাসে রিজার্ভ থেকে ৭ বিলিয়ন ডলার পরিশোধ করতে হয়। এর মধ্যে আমদানি ব্যয় হয় প্রায় ৬ বিলিয়ন ডালার। এখন যে রিজার্ভ আছে তা থেকে সাড়ে তিন মাসের আমদানি ও অন্যান্য ব্যয় মেটানো যাবে। আমদানি ছাড়া বাংলাদেশকে ঋণ, ঋণের সুদসহ সেবাখাতের দেনাও পরিশোধ করতে হয়। আর রিজার্ভে ডলার আসে রপ্তানি, প্রবাসী আয়, বিদেশি ঋণ, বিনিয়োগ ও অনুদান থেকে। তবে এটা কারেন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট এই দুইভাগে ভাগ থাকে।

আরও পড়ুন…টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

বাংলাদেশ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান বলেন, ‘আমরা রিজার্ভের নিট, না গ্রস হিসাব করব সেটা নিয়েই বিতর্ক। আর কোনো বিতর্কের জায়গা নেই। তবে আমাদের যে আট বিলিয়ন ডলার নেট রিজার্ভে এখন দেখানো হচ্ছে না ওটাও আমাদের আছে। আমরা যেসব ফান্ডে দিয়েছি তারা ডলার কোথায় পেত? তারা তো বাংলাদেশ ব্যাংকের ডলারই ব্যবহার করত। সেটা তাদের আলাদা করে দেওয়া হয়েছে। এখন যদি রপ্তানি উন্নয়ন তহবিল তুলে দেয়া হয় তাহলে সেটাই রিজার্ভ হবে।’

তিনি বলছেন, ‘নেট রিজার্ভ হিসেব করার করার পর এখনও চার থেকে সাড়ে চার মাসের আমদানি ব্যয় মিটানোর মতো রিজার্ভ আছে। কিছু লোক অযথাই গুজব ছড়াচ্ছে, অসত্য তথ্য দিচ্ছে।’

আইএমএফ বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট ড. নাজনীন আহমেদ বলেন, ‘রিজার্ভের বিতর্কটা নেট এবং গ্রস নিয়ে, সেটা তো সমাধান হয়ে গেছে। বিভিন্ন খাতে রিজার্ভের যে আট বিলিয়ন ডলার আছে সেটা নেট রিজার্ভে এখন আর বাংলাদেশ ব্যাংক আর দেখাচ্ছে না।’

তিন মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ ডলার রিজার্ভে থাকলেই সেটাকে স্ট্যান্ডার্ন্ড ধরা হয় বলে জানান তিনি। বলেন, ‘বাংলাদেশের এখন তার বেশি আছে। আর রিজার্ভ যে রকম খরচ হয় সেভাবে আসেও। তবে বিশ্ব এবং বাংলাদেশের যে সার্বিক অবস্থা সেটা বিবেচনায় নিতে হবে বলে মনে করেন তিনি। জানান, রপ্তানি আয় ও রেমিট্যান্স-এর ফ্লো ধরে রাখতে হবে। অভ্যন্তরীণ অর্থনীতির সমস্যাগুলো কাটিয়ে উঠতে হবে, রিজার্ভ বাড়তে পারে আবার কমতেও পারে। তবে যদি ধারাবাহিভাবে কমে তার সমাধান খুঁজতে হবে।’

রিজার্ভের নিয়ে অভিযোগ প্রসঙ্গে তার জবাব হলো, ‘এটা যারা বলেন তা হয় বুঝে অথবা উদ্দেশ্যমূলকভাবে বলেন। এটা সম্ভব নয়। রিজার্ভ আসা এবং যাওয়া দু’টিই ডকুমেন্টেড। এটা গোপন করা যায় না। সেটার ব্যবহার নিয়ে বিতর্ক থাকতে পারে। আরও কীভাবে ব্যবহার করা যেত সেটা নিয়ে কথা হতে পারে। কিন্তু রিজার্ভ খেয়ে ফেলা বা আত্মসাতের কোনো সুযোগ নেই। আর বাংলাদেশ ব্যাংক থেকে যে রিজার্ভের টাকা চুরি হয়েছিলো সেটা তো একটা অপরাধ। অপরাধীরা হ্যাকিং করে চুরি করেছে।’

আরও পড়ুন…ভুয়া সনদে ধরা খেল তরুণ

(জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা সংস্করণের হয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন হারুন উর রশীদ স্বপন। এই প্রতিবেদনের সব ধরনের দায়ভার ডয়চে ভেলের।)

ইবাংলা/জেএন/১৩ নভেম্বর ২০২২

পক্ষ বিপক্ষে বিতর্ক