ই-টিকিটিংয়ে যারা কালোবাজারি করছে তাদের কাছ থেকে টিকেট না কিনে তাদের ধরিয়ে দিতে রেলের যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। বর্তমান সরকার রেলে একের পর এক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে। যাত্রী বাড়ার সঙ্গে সেবা ও নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রেলে টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে।
আরও পড়ুন…১০২ ইয়াবা কারবারির মামলার রায় ২৩ নভেম্বর
মঙ্গলবার বিকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে বাংলাদেশ রেলওয়ের ১৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রেলসেবা সপ্তাহ-২০২২ এর উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ট্রেনের সংখ্যা বাড়ছে। সেবাও বাড়ছে।যাত্রীদের সহযোগিতা ছাড়া রেলের কালোবাজারি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। কারণ যাত্রীবেশে টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে। রেল দিবসকে সামনে রেখে আমরা রেল সপ্তাহ পালন করছি।
তিনি বলেন, একটি দেশের উন্নয়ন করতে হলে ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী এ লক্ষ্য নিয়েই ২০১১ সালে বাংলাদেশ রেলওয়েকে নতুন জীবন দিয়েছেন। এর আগে রেল কর্মকর্তারা রেল ব্যবস্থাকে যেন ধ্বংস না করা হয় তার জন্য অবস্থান নিয়েছেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে রেলের নতুন নতুন লাইন বাড়ানো হয়েছে।যমুনা সেতুতে রেলসেতু যুক্ত করা হয়েছে জানিয়ে নূরুল ইসলাম সুজন বলেন, এ সেতু নির্মাণের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন হচ্ছে।
তিনি সাধারণ মানুষের কাছে অনুরোধ করে বলেন, রেলের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ। এটা নষ্ট করবেন না। শুধু রেলের কর্মকর্তারা এটি রক্ষা করতে পারবে না। আপনাদের এগিয়ে আসতে হবে।
আরও পড়ুন…আটার দাম এক লাফে কেজিতে বাড়ল ৬ টাকা
রেলওয়ে মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রেল সচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মঞ্জুর-উল আলম চৌধুরী, কামরুল আহসান, সরদার শাহাদাত আলী, ঢাকা রেলওয়ে বিভাগীয় কর্মকর্তা শফিকুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. শাহ আলম।
ইবাংলা/জেএন/১৫ নভেম্বর ২০২২