শেনচৌ-১৫ মনুষ্যবাহী নভোযান-সংক্রান্ত এক প্রেস ব্রিফিং ২৮ নভেম্বর সকাল ৯টায় চীনের চিউছুয়েন উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। তাতে চীনের মনুষ্যবাহী নভোযানের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
চীনের মনুষ্যবাহী মহাকাশ প্রকল্পের মুখপাত্র এবং প্রকল্পটির সহকারী পরিচালক চি ছি মিং বলেন, চীনের মহাকাশ কেন্দ্রের উন্নয়ন ও নির্মাণ প্রক্রিয়ায় সর্বদা শান্তিপূর্ণ ব্যবহার, সমতার ভিত্তিতে পারস্পরিক সুবিধা এবং অভিন্ন উন্নয়নের নীতি মেনে চলা হয়েছে। বিভিন্ন দেশের ও আন্তর্জাতিক মহাকাশ সংস্থার সঙ্গে নানা ধরণের বিনিময় ও সহযোগিতা চালিয়ে আসছে চীন।
আরও পড়ুন…সিনচিয়াংয়ের গ্রামগুলো পুনরুজ্জীবনের পথে এগিয়ে যাচ্ছে
তিনি বলেন, মহাকাশ কেন্দ্রটি প্রায়োগিক পর্যায়ে প্রবেশ করার পর আমরা উন্মুক্ততা এবং ভাগাভাগির ধারণাটিকে বাস্তবায়ন করবো এবং মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের জন্য প্রতিশ্রুতি বদ্ধ দেশ ও অঞ্চলের সঙ্গে আরও বেশি গভীর ও বাস্তব সহযোগিতা চালিয়ে যাব। তাতে চীনের মহাকাশ কেন্দ্রের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্যে সমগ্র মানবজাতি উপকৃত হতে পারবে।
চীনা মুখপাত্র বলেন, ‘চীনের মহাকাশ কেন্দ্রে পরীক্ষা চালানোর জন্য আমরা সবসময় বিদেশী নভোচারীদের স্বাগত জানিয়ে আসছি। বর্তমানে অনেক দেশ আমাদের কাছে চীনা কেন্দ্রের মিশনে অংশগ্রহণের জন্য নভোচারী পাঠানোর প্রয়োজনীয় প্রস্তাব প্রেরণ করেছে। সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সমন্বয় করে বিদেশী নভোচারীদের প্রশিক্ষণের জন্য সক্রিয় প্রস্তুতি নিচ্ছি আমরা।’
ইবাংলা/জেএন/২৯ নভেম্বর ২০২২