টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের প্রথম ম্যাচেই দেখা মিলল হাফ-সেঞ্চুরির। স্বাগতিক ওমানের বিপক্ষে ফিফটি করেছেন পাপুয়া নিউগিনির আসাদ ভালা।
০ রানে দুই উইকেট হারানোর পর আসাদ ৪২ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। নিউগিনি অধিনায়কের ব্যাট থেকেই এলো আসরের প্রথম ফিফটি।
স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই প্রথম ওভারের পঞ্চম বলে বোল্ড হয়ে যান টনি উরা (০)। পরের ওভারে বোল্ড হন আরেক ওপেনার লেগা সিয়াকা (০)।
তখনও স্কোরবোর্ডে কোনো রান নেই। এরপর অবশ্য ৮১ রানের দ্বিতীয় উইকেট জুটি গড়ে বিপদ সামাল দেন অধিনায়ক আসাদ ভালা (৫৬) এবং চার্লস আমিনি (৩৭)।
২৬ বলে ৪ বাউন্ডারি আর এক ওভার বাউন্ডারিতে ৩৭ রান করা আমিনী হলেন আসরের প্রথম ছক্কা হাঁকানো ব্যাটসম্যান।
নাদিমের করা ইনিংসের ৬ষ্ঠ ওভারের চতুর্থ বলটি তিনি মিডউইকেট দিয়ে উড়িয়ে সীমানাছাড়া করেন। এই আমিনীর ব্যাট থেকেই প্রথম বাউন্ডারিও এসেছে। তৃতীয় ওভারের পঞ্চম বলে তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন বিল্লাল খানকে।