বরগুনায় জমি দখল : ৯৯৯ কল দিয়ে পুলিশ আনায় মারধর

বরগুনা প্রতিনিধি :

বরগুনায় নিজের জমিতে জোরপূর্বক বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজে বাধা দেয়া ও ৯৯৯ কল করে পুলিশের সহযোগিতা চাওয়ায় অভিযোগকারীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আর এ ঘটনাটি ঘটেছে বরগুনা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ক্রোক এলাকায়।

অভিযোগ সূত্রে জানা গেছে, ক্রোক এলাকার বাসিন্দা মোঃ ফয়সাল (৩৫), মোঃ জসিম(২৫) , মোঃ মামুন (২৫), মোঃ হাবিবুর রহমান (৬০), মোঃ বাদশা (৩৫), এর সাথে একই এলাকার আজাহার মল্লিকের ছেলে মোঃ আউয়ালের সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল।

আরও পড়ুন…ইবাংলার সম্পাদক ইস্রাফিলকে ফের হত্যার হুমকি

এ ঘটনার দিন ১২ ডিসেম্বর সকাল অনুমান ১১টা ২৫ মিনিটের সময় অভিযুক্তরা আউয়াল এর বাড়ির দক্ষিণ পাশে তার ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ করতে থাকে অভিযুক্তরা। এরপর জমির মালিক আউয়াল ৯৯৯ কল দিয়ে পুলিশের সহযোগিতায় কাজ বন্ধ করে দেয়।পুলিশ যাওয়ার পর অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে আউয়াল ও তার পরিবারের লোকজনের উপরে হামলা করে। এতে তার স্ত্রী সহ তিনজন আহত হয়।

এ বিষয়ে ভুক্তভোগী আউয়াল বলেন, অভিযুক্ত ফয়সাল গং জমি পাবে ৬৪২ খতিয়ানে কিন্তু তারা জোরপূর্বক আমাদের ৫৭ খতিয়ানের জমি দখল করতে চায়। ঘটনার দিন তাঁরা আমাদের জমিতে লোকজন নিয়ে বাউন্ডারি ওয়াল করে। আমি ৯৯৯ কল করে পুলিশের সহযোগিতা নিয়ে কাজ বন্ধ করে দেয়াই।

পুলিশ যাওয়ার ৫ মিনিট পর তারা ২০-২৫ লোক আমার বাড়ির ভিতরে ঢুকে আমাদের পরিবারের সবাইকে মারধর করে পালিয়ে যায়। এরপর আমার ছোট ভাই ঘটনা পুলিশকে জানালে পুলিশ এসে এলাকাবাসির সহযোগিতায় আমাদের হাসপাতালে চিকিৎসায় পাঠায়।এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইবাংলা/জেএন/১৭ ডিসেম্বর, ২০২২

পুলিশ আনায় মারধর