ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষকদের সংগঠন ‘শিক্ষক সমিতির’ ২০২২ এর কার্যনির্বাহী নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) অনুষদ ভবনের চার তলায় ৪২৭ নং কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়।
জানা যায়, নির্বাচনে ১৫টি পদের বিপরীতে আওয়ামী, বিএনপি ও জামাতপন্থী ৩টি পূর্ণাঙ্গ প্যানেল ও পৃথকভাবে ১ জন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ভোট দিয়েছেন ৩৫১ জন শিক্ষক এবং অনুপস্থিত ছিলেন ৫৩ জন।
আরও পড়ুন…হাতিয়াতে ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা
নির্বাচন কমিশন সূত্রে, ড. জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও ড. তপন কুমার জোদ্দারকে সাধারণ সম্পাদক করে আওয়ামীপন্থী শিক্ষকদের পূর্ণাঙ্গ প্যানেল, ড. এমতাজ হোসেনকে সভাপতি ও ড. ইদ্রিস আলীকে সাধরণ সম্পাদক করে বিএনপিপন্থী শিক্ষকদের পূর্ণাঙ্গ প্যানেল ও ড. আবু সিনাকে সভাপতি ও ড. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে জামায়াতপন্থীদের পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও সতন্ত্রভাবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ড. খন্দকার তৌহিদুল আনাম ।
নির্বাচন কমিশনার প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষকরা নিয়মতান্ত্রিকভাবেই ভোট দিয়েছেন। ভোট গণনা শেষ হলে আমরা ফলাফল দিবো।
ইবাংলা/জেএন/১৮ ডিসেম্বর, ২০২২