রাজউকের আতঙ্ক পিস্তল সোহাগ! (পর্ব)-৪

নিজস্ব প্রতিবেদক

রাজউক উপ পরিচালক মো: সোহাগ মিয়া অফিসে পিস্তল সোহাগ নামে যার কুখ্যাতি রয়েছে। ১৪ বছরের কর্ম জীবনে ৭বছরই ওএসডি থেকে পুনরায় স্বপদে বহাল হয়ে চলছেন ক্ষমতার দাম্ভিকতায়। এই স্বল্প সময়ে হয়েছেন বিপুল সম্পদের মালিক। চলেন হ্যারিয়ার গাড়িতে, সঙ্গে থাকে সার্বক্ষণিক পিস্তল। ভয়ে মুখ খুলেন না ভুক্তভোগিসহ অফিস সহকর্মীরাও। সোহাগ ওরফে পিস্তল সোহাগ সম্পর্কে এমনই গুঞ্জন রাজউকে।

আরও পড়ুন…রাজউকের আতঙ্ক পিস্তল সোহাগ! (পর্ব) ৩

রাজউকের এই দাপুটে উপপরিচালকের লাভের আর লোভের কোন শেষ নেই বলে জানান একাধিক ভুক্তভোগি। ফ্ল্যাট সাইজ বড় করার নাম করে দেয়ার কথা বলে বাড়তি ঘুষ নেওয়ার অভিযোগ আছে এই সোহাগের বিরুদ্ধে। রাজউকের নিয়মনীতির বিপরীতমুখি অবস্থান গ্রহণ করে কোম্পানীকে ঝুঁকির মধ্যে রাখেন যাতে সর্বদাই তার দ্বারস্থ হতে হয় ডেভলপমেন্ট কোম্পানীগুলোকে।

সাইট ইঞ্জিনিয়ার ও ঠিকাদারদের ভয়বীতি প্রদর্শন করে অনেক Deviation করে নির্মাণ কাজ করিয়ে রাজউকের কাছে জবাবদিহীতার পথ খোলসা করেন এবং পরবর্তীতে টুপায়েস কামানোর পথ পরিস্কার করেন।

অবৈধভাবে পয়সা কামাতে যে কোন ধরণের অনৈতিক কাজ সে করতে পারেন অনায়াসেই। যেন পিস্তল সোহাগের অনৈতিক কার্যবলির জবাবদিহীতায় আনতে কারোরই ক্ষমতা নেই। তার এহেন কার্যকলাপে ইমারত নির্মাণকারি ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে অনেক ঝুঁকিতে থাকতে হয়।

আরও পড়ুন…রাজউকের আতঙ্ক পিস্তল সোহাগ! (পর্ব)২

সূত্রের ভাষ্যমতে রাজউকের এ অসৎ কর্মকর্তা জমির মালিকদের সঙ্গে সখ্যতা রেখে ভিন্নপন্থায় ডেভেলপার কোম্পানীকে চাপ সৃষ্টি করে কোম্পানী থেকে অবৈধভাবে সুযোগ তৈরি করে সুচতুরভাবে বাড়তি টাকা কামানোর সুযোগ করে নেওয়াও আছে অনেক অভিযোগ।

ফ্লোর টাইলস দরজা-জানালা, বৈদ্যুতিক লাইন, জানালার থাই গ্লাসসহ ডোর ও বিভিন্ন ফিটিং আইটেম সাপ্লাই মূল্য থেকেও অতিরিক্ত মূল্যে মালামাল সাপ্লাই দিতে বাধ্য করা হয়।

আরও পড়ুন…রাজউকের আতঙ্ক পিস্তল সোহাগ! (পর্ব)১

এতে ইমারত নির্মাণকারি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের লাখ লাখ টাকা বাড়তি খরচ করতে হয়। এই অতিরিক্ত টাকা থেকেও জমির মালিকের সঙ্গে সখ্যতার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেন এই উপপরিচালক। ইমারাত নির্মাণ বা ডেভেলপমেন্ট কোম্পানীগুলো এতে অনেক ক্ষতিগ্রস্থ হয়। অনেক কোম্পানীকে দেউলিয়া হতেও বাধ্য করা হচ্ছে তার সুচতুর চালাকির ফাঁদে পরে।

পিস্তল সোহাগের অনিয়ম প্রতারণা আর কক্ষমতার অপব্যবহারের চাঞ্চল্যকর তথ্য নিয়ে বিস্তারিত আগামি সংখ্যায়।
চলবে………

ইবাংলা/ টিএইচকে

(পর্ব)-৪পিস্তলসোহাগ