ঈদ বাজারে দামে কারসাজি ঠেকাতে নিয়মিত তদারকির অংশ হিসেবে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকারের সভাকক্ষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বিভিন্ন পোশাক ব্যবসায়ীদের সঙ্গে বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে এ সভায় সংস্থার মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এ তথ্য জানান।
আরও পড়ুন… কারওয়ানবাজারে ভোক্তা অধিদফতরের অভিযান
ভোক্তা অধিকারের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ঈদকে কেন্দ্র করে পোশাকের দাম বাড়িয়ে দেয়া হয়। পাশাপাশি স্টিকার ব্যবহার করে পণ্যের দাম নিয়ে জালিয়াতি করে প্রতিষ্ঠানগুলো। এ ধরনের প্রতারণা করলে ভোক্তা আইনে মামলা করা হবে। পাশাপাশি ভোক্তা সম্পর্কিত ছোট ছোট বিষয়গুলোর দিকেও নজর দেওয়া হবে।
তিনি আরও বলেন, রমজান সামনে রেখে ব্রয়লার মুরগির বাজার অস্বাভাবিক আচরণ শুরু করেছিল। আমরা সেখানে নজর দিয়েছি, আমাদের পদক্ষেপের ফলে এবং একসঙ্গে সবাই কাজ করার ফলে এটি এখন স্বাভাবিক অবস্থায় এসেছে। আমরা ঈদ সামনে রেখে ভোক্তাদের অধিকার নিয়ে মাঠ পর্যায়ে আরও কাজ করবো।
আরও পড়ুন… বাড়তি দামে ব্রয়লার মুরগি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে তলব
মতবিনিময় সভায় অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ ডিজিএফআইয়ের প্রতিনিধি, এনএসআইয়ের প্রতিনিধি, টিসিবির প্রতিনিধিসহ বিভিন্ন পোশাক ব্র্যান্ডের প্রতিনিধিরা।
ইবাংলা/এইচআর/৩০ মার্চ ২০২৩