এবার আর আইপিএল খেলা হচ্ছে না সাকিবের

ক্রীড়া প্রতিবেদকঃ

কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব এবার আইপিএলের পুরো আসরেই খেলছেন না। নাইট রাইডার্সের কোনো ম্যাচেই দেখা যাবে না এই অলরাউন্ডারকে। জাতীয় দলের খেলা থাকার কারণে সাকিব আইপিএলের শুরুর মতো পরের দিকেও কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলতে পারতেন না। তাই চিঠি দিয়ে জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকে।

আরও পড়ুন… আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তবে বাংলাদেশ ক্রিকেট দলের আন্তর্জাতিক সূচি ব্যস্ত থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে অনাপত্তিপত্র দেয়নি। এমনকি আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকেও সাকিবকে ছুটি দেয়নি।

পরিস্থিতির মুখে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি এবং ব্যক্তিগত কারণে আইপিএলের এই আসরে তার খেলা সম্ভব নয় বলে শাহরুখ খানের দলকে জানিয়ে দিয়েছেন সাকিব।

সাকিব আইপিএলের জন্য কেকেআর এর সঙ্গে থাকতে পারতেন মাত্র ২৩ দিন। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান সাকিব। এই সব বিবেচনা করে, অভিজ্ঞ অলরাউন্ডার কেকেআর ম্যানেজমেন্টের কাছে এই মৌসুমে  ক্ষমা করার অনুরোধ করেছেন।  ।

আরও পড়ুন… আবারও পাকিস্তান দলে ফিরছেন মোহাম্মদ আমির

চুক্তি অনুযায়ী সাকিবের সুযোগ ছিল, কলকাতার অনুরোধে সাড়া না দিয়ে শুধু জাতীয় দলের ব্যস্ততার বাইরের সময়টুকুর জন্যই নিজেকে আইপিএলে ‘এভেইলেবেল’ রাখা। চুক্তির শর্তের কারণে তখন কলকাতাও সেটা মানতে বাধ্য থাকত।

কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সাকিবের সম্পর্ক অনেক দিনের। সেই সুসম্পর্কের কারণেই তিনি তাদের প্রস্তাব মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবারের আইপিএলে শেষ পর্যন্ত সাকিব খেলছেন না।

ইবাংলা/এইচআর/৪ এপ্রিল ২০২৩

আইপিএলসাকিবের