তাইজুল-মিরাজের ঘূর্ণিতে ধুঁকছে আয়ারল্যান্ড

ক্রীড়া প্রতিবেদকঃ

হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্ফারের প্রতিরোধ ভেঙে দ্বিতীয় সেশন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তবে অভিষেক টেস্টে ৯২ বলে ৫০ রানে দারুণ এক ইনিংস খেলেছেন টেক্টর। তাঁকে ড্রেসিংরুমে ফিরিয়ে ব্রেকথ্রু দেন মেহেদী হাসান মিরাজ। এরপর ৩৪ রানে ক্যাম্ফারকে ফেরান তাইজুল। আয়ারল্যান্ডের হয়ে অভিষেকটা রঙিন হলো না পিটার মুরের। ১ রানেই তাইজুলের তৃতীয় শিকার হন তিনি। দ্বিতীয় সেশন শেষে আইরিশদের সংগ্রহ ৬ উইকেটে ১৪৫ রান। লরকান টাকার ১১ ও অ্যান্ড্রু ম্যাকব্রিন ১০ রানে অপরাজিত আছেন।

আরও পড়ুন… বার্সেলোনা ছাড়লেন শাকিরা

১২২ থেকে ১২৪- এই ২ রানে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলেছে আয়ারল্যান্ড। সৌজন্যে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি বোলিং।১২৪ রানের মাথায় ৩৪ রান করা কার্টিস ক্যাম্ফারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করেন তাইজুল ইসলাম। এখন পর্যন্ত আয়ারল্যান্ডের রান ৬ উইকেট হারিয়ে ১২৭।

টস জিতে ব্যাট করতে নামার পর শুরু থেকেই বাংলাদেশের পেসারদের তোপের মুখে পড়েছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। বিশেষ করে দুই পেসার শরিফুল ইসলাম ও এবাদত হোসেনের। এই দুই পেসারের আগুনে বোলিংয়ের মুখে শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে আয়ারল্যান্ড। ম্যাচের ৫ম ওভারেই দলীয় ১১ রানের মাথায় প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। ১০ বলে ৫ রান করে শরিফুলের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান মারে কমিন্স।

আরও পড়ুন… আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অন্য ওপেনার জেমস ম্যাককলাম অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে নিয়ে জুটি বাধার চেষ্টা করেন। দলীয় ২৭ রানের মাথায় আউট হয়ে যান জেমস ম্যাককলামও। এবাদত হোসেনের বলে সেকেন্ড স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তার আগে করেন ৩৪ বলে ১৫ রান।

ইবাংলা/এইচআর/৪ এপ্রিল ২০২৩

আয়ারল্যান্ডতাইজুলধুঁকছেমিরাজের