জিনস পরা তরুণীকে ‘চরিত্রহীন’ বলায় ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের আসামে জিনস পরা তরুণীকে ‘চরিত্রহীন’, বলায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সেখানে। ওই তরুণী জিনসের প্যান্ট পরে হেডফোন কিনতে গিয়েছিলেন। তা দেখেন তেলেবেগুনে জ্বলে উঠলেন দোকানদার।

নারী হয়ে কেন তিনি জিনস পরবেন? ঘর থেকে বের হলে বোরকা কেন পরবেন না? এমনই অভিযোগে তরুণীকে আটকে দিলেন দোকানের দরজায়। এতেই ক্ষান্ত হননি ওই দোকানদার, রীতিমতো প্রশ্ন তোলা হলো তার চরিত্র নিয়ে। বাধ্য হয়ে বাড়ি ফিরতে হলো ওই তরুণীকে।

পরে তার বাবাকে বিষয়টি জানালে তিনি পুলিশে অভিযোগ দেন। আর এতে ক্ষেপে যান ওই দোকানদার। রফিকুল ইসলাম নামের ওই দোকানদার তরুণী ও তার বাবাকে মারধর করেন বলে অভিযোগ। পরে তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দোকানদারকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন : নাইজেরিয়ায় ভবন ধসে নিহত ৩

রোববার (৩১ অক্টোবর) লিঙ্গবৈষম্যের এমন ঘটনা ঘটেছে ভারতের আসামের বিশ্বনাথে। এ ঘটনায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে গোটা এলাকায়।

সচেতন মহল বলছেন, অন্ধকার কেটেছে অনেকটাই। নারী এবং পুরুষের সমানাধিকারে অনেকেই বিশ্বাসী। তবু এমন ঘটনায় প্রশ্ন উঠেছে, সমাজের সব স্তরে আসলেই কি বৈষম্যের অন্ধকার ঘুচেছে?

ইবাংলা/এএমখান/০২ নভেম্বর, ২০২১

তরুণীভারত
Comments (0)
Add Comment