ঈদের ছুটিতে কমলাপুরে যাত্রীদের ভিড়, চলছে কড়া চেকিং

ইবাংলা ডেস্কঃ

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। সকাল থেকে বাস ও লঞ্চের পাশাপাশি কমলাপুর রেলস্টেশনেও যাত্রীদের চাপ বেড়েছে।একই সঙ্গে স্টেশনে চলছে টিকিটবিহীন যাত্রী ঠেকাতে কড়া চেকিং।

আরও পড়ুন… আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, তদন্ত হচ্ছে

বুধবার (১৯ এপ্রিল) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ভোর থেকেই স্টেশনে যাত্রীদের চাপ বাড়তে থাকে। যানজট ও ট্রেন ধরতে না পারার আশঙ্কায় অনেকেই সাহরি খেয়ে স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছেন।

টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না নিরাপত্তাপ্রহরীরা। যাদের টিকিট আছে তারাই স্টেশনে প্রবেশের অনুমতি পাচ্ছেন। মূলত, গত ৭ এপ্রিল থেকে ‘টিকিট যার, ভ্রমণ তার’ এই কার্যক্রম শুরু করে বাংলাদেশ রেলওয়ে। ফলে যাত্রীকে নিজের এনআইডির মাধ্যমে টিকিট কিনতে হচ্ছে। তাই, টিকিটের সঙ্গে এনআইডি মিলিয়ে তারপরেই স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে যাত্রীদের।

আরও পড়ুন… চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে

হাফিজুর রহমান নামের এক যাত্রী বলছেন, এবার স্টেশন এলাকায় শৃঙ্খলা রয়েছে। যাত্রী ছাড়া কেউ স্টেশনে প্রবেশ করতে পারছেন না। আবার ট্রেনও যথা সময়ে ছেড়ে যাচ্ছে। কমলাপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার মো. আমিনুল হক বলেন, গত কয়েক দিনের তুলনায় আজকে যাত্রীর চাপ বেড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ আরও বাড়বে। সকাল থেকে সব কটি ট্রেন সময় মতো ছেড়ে গেছে।

ইবাংলা/এইচআর/১৯ এপ্রিল ২০২৩

কমলাপুরেভিড়যাত্রীদের