বলিউডে নতুনদের সুযোগ দেওয়া হয় না: রণবীর

বলিউডে নতুনদের সুযোগ দেওয়া হয় না? চরম বিস্ফোরক মন্তব্য রণবীর কাপুরের। কিন্তু, বলিউডের অন্যতম অভিনেতা হয়েও তিনি এই কথা কেন বললেন!

অভিনেতাকে এক অনুরাগী প্রশ্ন করতেই এই উত্তর দিলেন রণবীর। বছর ১৬ আগে, ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। তার সঙ্গে পরিবারের দিক তো রয়েছেই। কাপুর বংশের ছেলে বলে কথা, তার সুযোগের অভাব হয়নি। কিন্তু আজ এত বছর পরে ইন্ডাস্ট্রির সম্পর্কে এমন কথা কেন বললেন তিনি? হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অসুবিধা কোথায়? কোনদিকে আরও বেশি করে নজর দেওয়া উচিত?

আরও পড়ুন>> ইসিতে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত করল জাপা

সেই প্রসঙ্গে রণবীর বলেন, ‘আমার যেদিকটায় সমস্যা মনে হয় সেটা হলো, শেষ দশ বছরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানুষজন খুব কনফিউজড। তারা নিজেও জানে না কী করছে? পাশ্চাত্য প্রভাবে জর্জরিত।’

তিনি আরও বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে এমন কিছু মানুষ আছেন যারা নতুনদের সুযোগ দেয় না। নতুন কিছু পরিচালক অথবা অভিনেতাদের সুযোগ দেওয়া উচিত। এটা খুব গুরুত্বপূর্ন। তাহলেই নতুন সব গল্প আসবে, মানুষ অনেককিছু জানবে। একটা পরিবর্তন আসবে। এটা হওয়া উচিত।’

রণবীর বর্তমানে ব্যস্ত ‘অ্যানিমাল’ ছবির শুটিংয়ে। শেষ তাকে দেখা গেছে লাভ রঞ্জনের ‘তু ঝুটি ম্যায় মক্কার ছবিতে’। যদিও ‘ব্রহ্মাস্ত্র’ ছবি থেকেই সাফল্য পেয়েছেন তিনি। কিছুটা ব্যস্ততা এখন মেয়ে রাহাকে নিয়েও রয়েছে।

ইবাংলা/এসআরএস