তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে বিএনপির সেমিনার বিকেলে

নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরতে আজ (বুধবার) বিকালে সেমিনার করবে বিএনপি।

১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রথমে তুলেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর বিষয়টি বড় পরিসরে তুলে ধরে আওয়ামী লীগ।

আরও পড়ুন>> রাসিক নির্বাচনে বৃষ্টির হানা

তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াত আন্দোলন গড়ে তুলে। তখন বিরোধীদলীয় সংসদ সদস্যরা জাতীয় সংসদ থেকে পদত্যাগ করের। সে সময় রাজনীতিতে বড় সংকটের সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে বিএনপির একাধিক নেতা বলেন, সে সময় বিরোধীদলীয় সংসদ সদস্যরা পদত্যাগ করলে সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিধান বিল পাস করার মতো দুই-তৃতীয়াংশ সদস্য সংসদে ছিল না। এ কারণে ১৫ ফেব্রুয়ারির এক তরফা নির্বাচন করতে হয়েছিল বিএনপিকে। এই বিষয়গুলো আজকের সেমিনারে তুলে ধরা হবে।

বিএনপি নেতারা বলছেন, সরকার গঠনের পর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযুক্ত করে খালেদা জিয়া বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। এর মধ্য দিয়ে তৎকালীন দেশে বড় ধরনের রাজনৈতিক সংকটের সমাধান হয়।

ইবাংলা/এসআরএস 

তত্ত্বাবধায়ক সরকারবিএনপির সেমিনার